
স্টাফ রিপোর্টার:
মাদ্রাসায় যাওয়ার পথে চার দিন ধরে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না হাফিজ নাহিন এর। যে মাদ্রাসায় সে পড়াশোনা করতো আশপাশে খুঁজতে খুঁজতে কোথাও পায়নি বাবা কামাল হোসেন।
গতকাল শনিবার (৩০ আগস্ট) নারায়নগঞ্জ ইপি জেড এলাকায় নাহিনের সন্ধান পেয়ে খুঁজে পান। এ সময় ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়েন কামাল।
কামাল বলেন, ছেলে জন্য মায়ের কান্না থামছে না। ছেলে কীভাবে আছে, কী খাচ্ছে, তা জানা ছিল না। অবশেষে খুঁজে পেলাম তাকে।
গত ২৬-০৮-২০২৫ইং, রোজ মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটের সময় বাড়ি থেকে মাদ্রাসার যাওয়ার পথে হারিয়ে গিয়েছিল।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার