
হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জে ৩ ব্যক্তিকে আটক করেছে র্যাব-৯ সদস্যরা। রবিবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পুরাতনবাজারের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়। তাদের সঙ্গে থাকা দুটি প্লাস্টিকের বস্তা ভর্তি ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট থানার পাকুরিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. শান্ত মিয়া (২২) ও আফসর আলীর ছেলে কদর আলী হেলাল (২৫) এবং দক্ষিণ আমকান্দি গ্রামের মো. মনোয়ার আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৫)।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তিনজনকেই জব্দকৃত আলামতসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার