
স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুর, জকিগঞ্জ ও কানাইঘাট সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় পাতার বিড়ি, মহিষ ও চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেটের সীমান্তবর্তী এসব এলাকায় অভিযান চালিয়ে এই মালামাল জব্দ করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বিজিবি জানায়, বুধবার জকিগঞ্জের লক্ষীবাজার বিওপি’র একটি টহল দল সীমান্তের মইয়াখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৬ হাজার ৮৬৪ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করে।
এদিকে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১টি ভারতীয় মহিষ এবং ৫০০ কেজি চিনি জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৯৮ হাজার ২০০ টাকা বলে জানায় বিজিবি।
জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত ভারতীয় ঔষধ কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার