
স্টাফ রিপোর্টার:
দশ বছরের শিশু সামিউল। মা বকুনি দিয়েছিলেন। পরে সে এমনই অভিমান করে যে, পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় জীবনের ওপারে।
ঘটনা বুধবার (৩ সেপ্টেম্বর) সকালের। সামিউলের ভালো নাম সামিউল আদিব। সে সুনামগঞ্জ সদরের খামতিয়ার গ্রামের আবেদিন সুমনের ছেলে।
বর্তমানে তারা সুবিদবাজারের পিটিআই ট্রেনিং সেন্টারের বিপরীত গলির দোয়েল ৩/৪নংবাসার বাসিন্দা।
সকাল সাড়ে ১১টার দিকে সামিউলকে তার মা বকাঝকা করেছিলেন। সে প্রচণ্ড অভিমান নিয়ে বাথরুমে প্রবেশ করে। কিছুসময় পর মা তাকে খুঁজতে বাথরুমে তার ঝুলন্ত লাশ দেখতে পান।
তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) জিয়াউল হক বলেন, সামিউলের লাশ এখনো ওসমানীর মর্গে রাখা আছে। এ ব্যাপারে কোনো অভিযোগ এখনো দায়ের হয়নি।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার