
সংবাদদাতা, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আউশকান্দি-সৈয়দপুর হইতে রানীগঞ্জ ব্রীজ হয়ে যাত্রীবাহী একটি সিএনজি গাড়ীযোগে দুইজন লোক মাদকদ্রব্য গাঁজা নিয়া জগন্নাথপুরের দিকে আসছে।
পুলিশ রানীগঞ্জ ইউনিয়নের অন্তর্গত ইছগাঁও গ্রামের পাশে নলজুর নদীর উপর নির্মিত স্টীল ব্রীজের দক্ষিণ পাশের প্রধান সড়কের উপর রাত সোয়া ৯টার দিকে যাত্রীবাহী সিএনজি তল্লাশীকালে দুই ব্যক্তি হাতে ২টি সাদা প্লাস্টিকের ব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত তারা সফল হয়নি। পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, জামালগঞ্জ থানার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে হুমায়ূন কবির (৪২) ও বিশ্বনাথ থানার লামাকাজী বাজার ইউনিয়নের সোনাপুর গ্রামের মো. শাহজাহান মিয়া (২৫)।
এ সময় তাদের হেফাজত থেকে এক লক্ষ টাকা দামের ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে থানার এসআই দিপংকর হালদার গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, পুলিশের বিশেষ অভিযানে একলক্ষ টাকা মুল্যের ৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে করা হয়েছে। আসামীদের আদালতে সোপর্দ করা হইয়াছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার