Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জাপানি দুই শিশু মায়ের জিম্মায়, বাবার আপিল গ্রহণ করেছেন আদালত

admin

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০২:৪৮ অপরাহ্ণ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০২:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
জাপানি দুই শিশু মায়ের জিম্মায়, বাবার আপিল গ্রহণ করেছেন আদালত

আদালত প্রতিবেদক:
জাপানি বংশোদ্ভূত দুই শিশুকে নিজ জিম্মায় (হেফাজতে) রাখতে বাবা ইমরান শরিফের মামলা খারিজ আদেশের বিরুদ্ধে করা আপিল আমলে নিয়েছেন ঢাকার পারিবারিক আপিল আদালত।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার জেলা ও দায়রা জজ এবং পারিবারিক আপিল আদালতের বিচারক এ. এইচ. এম. হাবিবুর রহমান ভূঁইয়ার আদালতে আপিলের বিষয়ে শুনানি হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আপিল আবেদন গ্রহণ করে নিম্ন আদালতের দেওয়া আদেশসহ নথি তলব করেছেন। পাশাপাশি এ মামলার বিকল্প বিরোধ নিষ্পত্তি করতে তারিখ ধার্য করবেন বলে জানিয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসিমা আক্তার লাভলী এসব তথ্য জানিয়েছেন।

এর আগে, গত ২৯ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান জাপানি দুই শিশুকে মা নাকানো এরিকোর জিম্মার রাখার আদেশ দেন।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!