Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৫ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজার সমাজসেবা কর্মকর্তা ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত, হাসপাতালে ভর্তি

admin

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ | ০৮:১৭ অপরাহ্ণ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ | ০৮:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজার সমাজসেবা কর্মকর্তা ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত, হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুজ কুমার চক্রবর্তী ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে হেতিমগঞ্জের কাছে সিলেট-বিয়ানীবাজার সড়কে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ছয় জায়গায় ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা।

জানা যায়, সকালে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণের বাসা থেকে অটোরিক্সায় সিলেট নগরীতে যাচ্ছিলেন তিনি। হেতিমগঞ্জ বাজারের পূর্বে ৩/৪ জনের ছিনতাইকারী তাকে বহনকারী অটোরিক্সা গতিরোধ করে অস্ত্রের মুখে টাকা, মোবাইল ছিনিয়ে নেয়। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তার হাতের কয়েকটি জায়গাসহ শরীরের ছয় জায়গায় ছুরি দিয়ে আঘাত করে। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না বলেন, তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ। চিকিৎসার জন্য আজ (বৃহস্পতিবার) তিনি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন। সিলেট যাওয়ার পথে হেতিমগঞ্জের কাছে ছিনতাইয়ের শিকার হন। শরীরে ছয়স্থানে ছুরি আঘাত রয়েছে। সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন