Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় ঘরে ঢুকে মাদরাসার মুহাদ্দিস ও খতিবকে কুপিয়ে হত্যা

admin

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ০১:২৯ অপরাহ্ণ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ০১:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
ভোলায় ঘরে ঢুকে মাদরাসার মুহাদ্দিস ও খতিবকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার:
ভোলায় জমি ও রাজনৈতিক সংক্রান্ত কারণে আততায়ী হামলায় মাওলানা আমিনুল ইসলাম হক নোমানী (৪৫) নামে এক খতিব ও মাদ্রাসার মুহাদ্দিসকে হত্যা করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উত্তর চর নোয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা আমিনুল ইসলাম নোমানী ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস এবং সদর উপজেলার একটি মসজিদের খতিব ছিলেন। তিনি ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও জাতীয় ইমাম সমিতির জেলা শাখার সহসভাপতির দায়িত্বে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এশার নামাজ শেষে গতকাল রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফেরেন আমিনুল ইসলাম। সেখানে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে উপর্যুপরি কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের সময় তার স্ত্রী এবং একমাত্র সন্তান তজুমদ্দিন ও লক্ষ্মীপুরে ছিলেন।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ বলেন, ‘আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন