Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আগস্টে সিলেটে সড়কে ২৬ জনের প্রাণহানি

admin

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ০২:০৮ অপরাহ্ণ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ০২:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
আগস্টে সিলেটে সড়কে ২৬ জনের প্রাণহানি

স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগে আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। নিসচা (নিরাপদ সড়ক চাই) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আগস্ট মাসে সিলেট বিভাগজুড়ে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৮২ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ১৩ জন মোটরসাইকেলের চালক ও আরোহী। এছাড়াও ৮ জন সিএনজি চালিত অটোরিকশা ও লেগুনার চালক ও যাত্রী, ১২ জন চালক এবং ৪ জন পথচারী দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার মধ্যে ৬টি ছিল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া গাড়ি, যেখানে নিহত হয়েছেন ৪ জন। মুখোমুখি সংঘর্ষে ৮টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০ জন। আর বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে সংঘর্ষে ৩টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৩ জনের।

সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলা কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক, দুটি জাতীয় দৈনিক, বিভিন্ন অনলাইন পত্রিকা এবং নিসচার স্থানীয় শাখা সংগঠনের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

জেলায় জেলায় দুর্ঘটনার চিত্র ভিন্ন। সিলেট জেলায় সবচেয়ে বেশি ১৩টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২ জন ও আহত হয়েছেন ৪৪ জন। সুনামগঞ্জে ৪টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন ও আহত ১৭ জন। মৌলভীবাজারে ৬টি দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে হবিগঞ্জে ৩টি দুর্ঘটনায় ২ জন নিহত ও ১৫ জন আহত।

প্রতিবেদনে আরও জানানো হয়, নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ৪ জন নারী এবং ২ জন শিশু রয়েছে।

উল্লেখ্য, এর আগের গত জুলাইতে মাসেও সিলেট বিভাগে ২৬টি দুর্ঘটনায় ২৬ জন নিহত হলেও আহতের সংখ্যা ছিল ৬১ জন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন