Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজারের মাথিউরায় দুই চোর আটক, গণপিটুনি

admin

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ০২:৫৭ অপরাহ্ণ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ০২:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারের মাথিউরায় দুই চোর আটক, গণপিটুনি

বিয়ানীবাজার সংবাদদাতা:
বিয়ানীবাজারের মাথিউরায় যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়ীতে চুরি করতে গিয়ে হাতেনাতে দুই চোর আটক হয়েছেন। এ সময় উত্তেজিত জনতা তাদের ব্যাপক গণপিটুনি দেন। শনিবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পুলিশ গিয়ে তাদের সেখান থেকে উদ্ধার করে। বর্তমানে তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মাথিউরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলতাফ হোসেন জানান, স্থানীয় উত্তরপারের যুক্তরাষ্ট্র প্রবাসী নুর উদ্দিনের বসতঘরে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে চোররা ভিতরে প্রবেশ করেন। বিষয়টি প্রতিবেশী লোকজন বুঝতে পেরে তাদের আটক করেন। তাদের একজন রুমেল (৩০) এর বাড়ি মাথিউরার পূর্বপার এলাকায়। । অপরজনের বাড়ি পৌরশহরের দাসগ্রামে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছমেদ আলী জানান, মূমূর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূস্থ হওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন