Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে ২ দিনে যা জব্দ করলো বিজিবি

admin

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:০৮ অপরাহ্ণ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট সীমান্তে ২ দিনে যা জব্দ করলো বিজিবি

জৈন্তাপুর সংবাদদাতা :
সিলেটের বিভিন্ন সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ও রবিবার (৬ ও ৭ সেপ্টেম্বর) সিলেটের জকিগঞ্জ ও কোম্পানীগঞ্জ সীমান্তে এই সব অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে সিগারেট, পাতার বিড়ি, চা পাতা, চিনি, সুপারি, গরু এবং বিপুল পরিমাণ মদ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৯ লাখ ৪০ হাজার টাকা।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে জকিগঞ্জ উপজেলার মইয়াখালী এলাকায় লক্ষীবাজার বিওপি’র একটি টহল দল অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪ হাজার ৪০০ পিস ভারতীয় অবৈধ সিগারেট ও ১ লাখ ৯১ হাজার পিস ভারতীয় অবৈধ নাসির বিড়ি (পাতার বিড়ি) জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭০ হাজার টাকা।

পরবর্তীতে রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে জৈন্তাপুর, গুয়াবাড়ী ও সুরাইঘাট বিওপি’র টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় অবৈধ ৩৫০ কেজি চা পাতা, ২০০ কেজি চিনি, ১০০ কেজি সুপারি ও একটি গরু আটক করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।

অন্যদিকে রবিবার (৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার নজুরভাঙ্গা সীমান্তে ব্যাটালিয়ন ৪৮ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ১ হাজার ৫৭১ বোতল ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার মদ জব্দ করে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন-উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, ‘সীমান্ত সুরক্ষায় গোয়েন্দা তৎপরতা ও চোরাচালান বিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জনগণের সহযোগিতায় সীমান্তকে নিরাপদ রাখা হবে। সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে, যা দেশের অর্থনীতি, জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন