Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৫শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

admin

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ০৩:৪৭ অপরাহ্ণ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ০৩:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারা গেছেন চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার তরিকুল শিবলী (৪০)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কার্জন হল এলাকায় লাইভ কাভারেজ চলাকালে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চ্যানেল এস-এর চিফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান জানান, সকাল থেকে শিবলী ডাকসুর নির্বাচনের সংবাদ সংগ্রহ করছিলেন। টিএসসি থেকে কার্জন হলে গিয়ে লাইভ কাভার করার পর অফিসে ফেরার প্রস্তুতির সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

তার গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার এতবারপুর গ্রামে। টঙ্গীর বনমালা রোডে তার পরিবারের বসবাস। তিনি দুই মেয়ের জনক।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, শিবলীকে সহকর্মীরা অচেতন অবস্থায় হাসপাতালে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!