স্টাফ রিপোর্টার:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (৫২) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটককৃত আব্দুল হাফিজের ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) এই রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মাওলানা মুশতাক আহমদের স্ত্রী রুবি বেগম বাদী হয়ে রোববার রাতে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০৩। মামলার পরদিন সোমবার ভোরে সিলেট নগরীর টিলাগড় এলাকা থেকে আব্দুল হাফিজকে গ্রেফতার করে পুলিশ।
আটক আব্দুল হাফিজ (৪০) শান্তিগঞ্জ উপজেলার দরগাপুর গ্রামের আলিফ পাঠানের ছেলে। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অপর গ্রুপের শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক।
সোমবার বিকেল সাড়ে ৩টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে দিরাই জোনের আমলগ্রহণকারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করে। আদালতের বিচারক এসএম শাফায়াত ছালাম রিমান্ড শুনানির জন্য বুধবার (১০ সেপ্টেম্বর) দিন ধার্য করেন।
এদিকে, আব্দুল হাফিজের ফাঁসির দাবিতে দিরাই আদালত চত্বরে বিক্ষোভ করেছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও জমিয়তের একাংশের নেতাকর্মীরা। এসময় বিক্ষুব্ধ জনতা আব্দুল হাফিজকে উদ্দেশ্য করে ডিম ছুড়ে মারেন।
সুনামগঞ্জ আদালতের পরিদর্শক মো. আকবর হোসেন বলেন, ‘হত্যা মামলার তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আব্দুল হাফিজের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আদালত এ বিষয়ে আগামীকাল শুনানি করবেন।’
প্রসঙ্গত, মাওলানা মুশতাক গাজীনগরীর লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার পেছনে জমিয়তের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-দ্বন্দ্বের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।