Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৫শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে আবাসিক হোটেল থেকে যুবক-যুবতী আটক

admin

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:১২ অপরাহ্ণ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:১২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে আবাসিক হোটেল থেকে যুবক-যুবতী আটক

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক পৃথক অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩ জন পুরুষ ও ৩ জন নারীসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ও রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নগরীর ‘তালহা গেস্ট হাউজ ও সিলেট রেস্ট হাউজ’ আবাসিক হোটেলে অভিযান দিয়ে তাদের আটক করা হয়।

তালহা গেস্ট হাউজ থেকে আটককৃতরা হলেন- আলাউদ্দিন (৫০), রেজাউল করিম নোমান (২০), ইয়াসমিন বেগম (২৫)। অন্যদিকে সিলেট রেস্ট হাউজ থেকে আটককৃতরা হলেন- ইভা রহমান নুপুর (২২), জোবাইদা ইসলাম জুই (২৪), হৃদয় আহমেদ (২৫)।

পুলিশ জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন ‘তালহা গেস্ট হাউজ’ আবাসিক হোটেল এ অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ১ জন নারীসহ মোট তিন জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার নন –এফ আই আর নং ৩৫৬, তারিখঃ০৯/০৯/২০২৫খ্রিঃ, ধারা-সিলেট মহানগরী আইন ২০০৯ এর ৭৭ রুজু হয় ।

অন্যদিকে একই দিন নগরীর দক্ষিণ সুরমা থানাধীন ‘সিলেট রেস্ট হাউজ’ আবাসিক হোটেলের মধ্যে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ২ জন নারী ও ১ জন পুরুষ মোট তিন জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার নন –এফ আই আর নং ১৭৩, তারিখঃ০৯/০৯/২০২৫খ্রিঃ ধারা-সিলেট মহানগরী আইন ২০০৯ এর ৭৭ রুজু হয় ।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক পৃথক অভিযানে অসামাজিক কার্যকলাপে ‘তালহা গেস্ট হাউজ ও সিলেট রেস্ট হাউজ’ আবাসিক হোটেলে অভিযান দিয়ে ৬ জনকে আটক করা করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!