Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ‘নানীর বাড়ি’ থেকে গ্রেফতার ১০

admin

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:৫৩ অপরাহ্ণ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ‘নানীর বাড়ি’ থেকে গ্রেফতার ১০

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ইলেকট্টিক সাপ্লাই কলবাখানী নূরে আলা কমিউনিটি সেন্ট্রারের পেছনে ‘নানীর বাড়ি’ নামক স্থান থেকে ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ৩টার দিকে ইলেকট্টিক সাপ্লাই কলবাখানী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ৩টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা ফাঁড়ি পুলিশ নগরীর ইলেকট্টিক সাপ্লাই কলবাখানী নূরে আলা কমিউনিটি সেন্ট্রারের পেছনে নানীর বাড়ি নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।

অদ্য ০৯/০৯/২০২৫খ্রিঃ রাত অনুমান ০৩.১০ ঘটিকায় আম্বরখানা পুলিশ ফাঁড়ী ইনচার্জ-এসআই(নিঃ) শেখ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন ইলেকট্টিক সাপ্লাই কলবাখানী নূরে আলা কমিউনিটি সেন্ট্রারের পিছনে নানীর বাড়ী নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ১০(দশ) জন জুয়াড়ি’কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, সিলেট এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা ৪নং রোডের সমছু আহমদের ছেলে নাসির আহমদ (৪৫), কোতোয়ালী থানার ৬১ কাজিটুলা এলাকার নূরু মিয়ার ছেলে শাহিন মিয়া (৪০), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বাহেলবালী এলাকার মোঃ জয়নাল মিয়ার ছেলে মোঃ হেলাল মিয়া (৩৮), সিলেটের বিশ্বনাথ থানার ভাওয়ালপুর এলাকার রহিম আলীর ছেলে আকলিছ মিয়া (৩৫), জালালাবাদ থানার ২২/৫২ পশ্চিম পাঠানটুলা এলাকার রমজান আহমদের ছেলে সোহেল আহমদ (৪০), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার কলকলিয়া এলাকার কাপ্তাই মিয়ার ছেলে মোঃ শমশের উদ্দিন, দিরাই থানার ভাটিপাড়া এলাকার আঃ মন্নাফের ছেলে রুবেল হোসেন (৩৪), সিলেটের জালালাবাদ থানার উপরপাড়া পাঠানটুলা এলাকার মৃত আব্দুল করিমের ছেলে আব্দুল বাতির (৫৫), জালালাবাদ থানার জাঙ্গাইল এলাকার আব্দুল হকের ছেলে মোস্তাফা আহমদ (৪২) ও কিশোরগঞ্জ জেলার অষ্টবর্গ থানার আব্দুল মোতালিবের ছেলে খোকন মিয়া (৫২)।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘মঙ্গলবার ভোররাত সোয়া ৩টার দিকে আম্বরখানা ফাঁড়ি পুলিশ নগরীর ইলেকট্টিক সাপ্লাই কলবাখানী নূরে আলা কমিউনিটি সেন্ট্রারের পেছনে নানীর বাড়ি নামক স্থানে অভিযান পরিচালনা করে ১০ জুয়াড়িকে আটক করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার ননএফআইআর নং-১১৩, তাং-০৯/০৯/২০২৫খ্রিঃ, ধারা-এসএমপি এ্যাক্ট ৯৫ রুজু হয়। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!