Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কাপ্তাই বাঁধের জলকপাট খুলে সেকেন্ডে ছাড়া হচ্ছে ৬৩ হাজার কিউসেক পানি

admin

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৫৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
কাপ্তাই বাঁধের জলকপাট খুলে সেকেন্ডে ছাড়া হচ্ছে ৬৩ হাজার কিউসেক পানি

রাঙ্গামাটি প্রতিনিধি :
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বাঁধের ১৬ জলকপাট সাড়ে তিনফুট খুলে দেওয়া হয়েছে। এতে সেকেন্ডে ছাড়া হচ্ছে ৬৩ হাজার কিউসেক পানি।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে এমন তথ্য নিশ্চিত করেছেন, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি বলেন, হ্রদের পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে জলকপাটগুলো সাড়ে তিনফুট খুলে দিয়ে সেকেন্ডে ছাড়া হচ্ছে ৬৩ হাজার কিউসেক পানি। হ্রদে বর্তমানে পানি আছে ১০৮ দশমিক ৯০ ফুট মিনস সি লেভেল। বর্তমানে পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের জন্য সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে এবং ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে জানান তিনি।

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় গত ২০ আগস্ট রাত ৮ টা থেকে ১৬ জলকপাট খুলে পানি ছাড়া হয়েছিলো। একটানা চারদিন পানি ছাড়ার পর ২৩ আগস্ট বিকেল ৫টায় পানি ছাড়া বন্ধ ঘোষণা করে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র।

এর আগে গত ৪ আগস্ট কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট খুলে পানি ছাড়া হয়েছিলো। একটানা আটদিন পানি ছাড়ার পর ১২ আগস্ট সকাল ৮টায় কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট দিয়ে পানি ছাড়া বন্ধ ঘোষণা করে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। পানি বিদ্যুৎ কেন্দ্রটি থেকে ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!