Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তানিম ও রাকিবের কাছে যা পেল র‌্যাব

admin

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ | ০১:৪২ অপরাহ্ণ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ | ০১:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
তানিম ও রাকিবের কাছে যা পেল র‌্যাব

স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থেকে ২০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে আখাউড়া পৌরসভার দূর্গাপুর নূর মদিনা জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার খালাজোড়া এলাকার জামাল ভূঁইয়ার ছেলে মো. তানিম ভূঁইয়া (২০) ও বিজয়নগর থানার কাশিনগর সিংগাইড়বিল এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে মো. রাকিব মিয়া (২৪)।

র‌্যাব-৯ জানায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি অভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভার দূর্গাপুর বাজার এলাকার দূর্গাপুর নূর মদিনা জামে মসজিদের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এই সংবাদ পেয়ে রাত আনুমানিক ৯টার দিকে ঘটনাস্থলে পৌছালে ১টি কালো রঙের মোটরসাইকেল ও সাদা প্লাষ্টিকের বস্তা রেখে ২ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে আটক করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ১টি সাদা প্লাষ্টিকের বস্তার ভেতরে ১০ বান্ডিল নীল রঙের পলিথিনের উপর খাকী রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহপূর্বক ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!