Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বড়লেখায় পুলিশের জালে ১১ জন

admin

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ | ০৫:৪০ অপরাহ্ণ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ | ০৫:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
বড়লেখায় পুলিশের জালে ১১ জন

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, উপজেলার গোপালপুর গ্রামের কাউছার আহমদ, সৎপুর গ্রামের রুবেল আহমদ, সমনবাগ চা-বাগান এলাকার সুশীল ভুমিজ, কাশেমনগর গ্রামের মোছা. জানু বেগম, বিওসি কেছরিগুল গ্রামের হাওয়ারুন নেছা, একই এলাকার জাহানারা বেগম, বাঘাটিলা গ্রামের পিয়ারা বেগম, ভুগা (চাঁনপুর) গ্রামের রুমন আহমদ ওরফে রুফিয়ানা, বড়লেখা এলাকার রুবেল আহমদ, বড়াইল (করলা) এলাকার কামিল আহমদ ও উত্তর মুছেগুল গ্রামের মো. ফখর উদ্দিন।

বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ১১ আসামিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার বিকেলে বলেন, সব আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!