Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অব্যবস্থাপনার অভিযোগে সরে দাঁড়ালেন বিএনপিপন্থী ৩ শিক্ষক

admin

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:০৩ অপরাহ্ণ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
অব্যবস্থাপনার অভিযোগে সরে দাঁড়ালেন বিএনপিপন্থী ৩ শিক্ষক

স্টাফ রিপোর্টার:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অব্যবস্থাপনার অভিযোগ এনে বিএনপিপন্থী ৩ শিক্ষক সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তারা এ ঘোষণা দেন। এছাড়া সাড়ে ৪ টায় নির্বাচন কমিশনের সামনে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন।
শিক্ষকরা হলেন- নজরুল ইসলাম, শামীমা সুলতানা ও নাহরিন খান

সরে দাঁড়ানোর বিষয়ে অধ্যাপক শামীমা সুলতানা বলেন, কেন্দ্রে কেন্দ্রে অতিরিক্ত ব্যালট সরবরাহ করা হয়েছে। আমরা এর প্রতিবাদ করেছি। কিন্তু তারা গুরুত্ব দেয়নি। দায়িত্বরতরা বলেছে, অতিরিক্ত ব্যালেট ছিঁড়ে ফেলতে। ভোট শেষে ভোটারের আঙ্গুলে কালো কালির ছাপ দেওয়ার কথা, সেটাতে তারা যে মার্কার সরবরাহ করেছে, তা দিয়ে ছাপ দেওয়া সম্ভব নয়। এ অবস্থায় আমাদের মনে হয়েছে, আমরা নির্বাচন চালিয়ে যেতে পারি না।

এর আগে দুপুর সাড়ে ৩টার দিকে মাওলানা ভাসানী হলের গেস্টরুমে নির্বাচন বর্জনের ঘোষণা দেন সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!