জাবি সংবাদদাতা :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ভোট গ্রহণের নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষ না হওয়ায় সময় বাড়িয়েছে কাজী নজরুল ইসলাম হল প্রশাসন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে কাজী নজরুল ইসলাম হলের ওয়ার্ডেন উজ্জ্বল কুমার মন্ডল এ কথা জানান।
তিনি বলেন, ‘আমাদের হলে প্রায় ১ হাজার জনের মতো শিক্ষার্থী রয়েছে। সকাল থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন হচ্ছে। একজন প্রার্থীকে ৪০টি ভোট প্রদান করতে হয়। সেজন্য সময় একটু বেশি লাগছে। আমাদের হলে নির্ধারিত সময় শেষেও বেশ কিছু শিক্ষার্থী লাইনে দাড়িয়ে আছে। আমরা তাদের এত বছরের প্রতিক্ষিত নির্বাচনে ভোটপ্রদান থেকে বঞ্চিত করতে চাইনা। তাই সিদ্ধান্ত নিয়েছি বিকাল ৫ টার পর যতজন শিক্ষার্থী লাইনে থাকবে তাদের ভোটপ্রদান সম্পন্ন হলে আমরা ভোটগ্রহণ শেষ করবো।’
উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৭৮৩ জন শিক্ষার্থীর বিপরীতে ২১ টি আবাসিক হলো ২২৪ টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।