
স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন। তারা বিভাগের সরকারি, বেসরকারি ৫টি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ২ জন ডেঙ্গু আক্রান্ত সনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১ জনে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় সিলেট বিভাগে আরও ২ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। চলতি বছর বিভাগে ১৩১ জন আক্রান্ত সনাক্ত হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি হবিগঞ্জে। জেলাটি এখন পর্যন্ত আক্রান্ত সনাক্ত হয়েছেন ৬৯ জন।
এছাড়া সিলেটে ২৮ জন, সুনামগঞ্জে ১৪ জন ও মৌলভীবাজারে ২০ জন ডেঙ্গু আক্রান্ত সনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অফিস সূত্র জানিয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জনম ২৫০ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি আছেন।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার