Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শিবচরে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

admin

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ০১:৫৬ অপরাহ্ণ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ০১:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
শিবচরে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

মাদারীপুর (শিবচর) সংবাদদাতা:
মাদারীপুরের শিবচরে হত্যা মামলায় জা‌মিনে আসা মো. রাকিব মাদবর (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে কু‌পি‌য়ে হত্যার ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১৪ সে‌প্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শিবচর বাজার ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সামনে প্রকাশ্যে কুড়াল দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত রাকিব মাদবর চর শ্যামাইল গ্রামের মো. নাসির মাদবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাকিব মাদবর একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। সম্প্রতি তিনি সেই মামলায় জেল খেটে জামিনে মুক্তি পেয়েছিলেন। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকারীরা এলোপাতা‌ড়ি কু‌পি‌য়ে দ্রুত পা‌লিয়ে যান। ঘটনার পরপরই আশপাশের লোকজন গুরুতর আহত রাকিব মাদবরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

শিবচর থানা ওসি মো. রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছে এবং জড়িতদের অভিযান চলছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!