Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে জব্দ ৮ লাখ টাকার চোরাই পণ্য

admin

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ০৫:০০ অপরাহ্ণ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ০৫:০০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে জব্দ ৮ লাখ টাকার চোরাই পণ্য

স্টাফ রিপোর্টার:
সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আসা প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। সোমবার বিজিবি ১৯ ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করেছে।

তারা জানায়, রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-১৯ ব্যাটালিয়ন জৈন্তাপুর বিওপি’র একটি টহল দল ফুলবাড়ী থেকে পরিত্যক্ত অবস্থায় ৫২ বোতল ভারতীয় মদ এবং মদ পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে।

জব্দকৃত মদ ও অটোরিকশার আনুমানিক সিজারমূল্য ধরা হয়েছে ৪ লক্ষ ৭৮ হাজার টাকা।

রাত ১১টার দিকে জৈন্তাপুর বিওপি’র আরেকটি টহলদল জৈন্তাপুর সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় ৩টি ভারতীয় গরু ও ১টি অটোরিকশা জব্দ করে। জব্দকৃত গরু ও অটোরিকশার আনুমানিক সিজারমূল্য ৩ লক্ষ টাকা।

দুটি অভিযানে জব্দকৃত পণ্যের সর্বমোট সিজারমূল্য ৭ লক্ষ ৭৮ হাজার টাকা।

এ বিষয়ে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!