স্টাফ রিপোর্টার:
সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আসা প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। সোমবার বিজিবি ১৯ ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করেছে।
তারা জানায়, রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-১৯ ব্যাটালিয়ন জৈন্তাপুর বিওপি'র একটি টহল দল ফুলবাড়ী থেকে পরিত্যক্ত অবস্থায় ৫২ বোতল ভারতীয় মদ এবং মদ পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে।
জব্দকৃত মদ ও অটোরিকশার আনুমানিক সিজারমূল্য ধরা হয়েছে ৪ লক্ষ ৭৮ হাজার টাকা।
রাত ১১টার দিকে জৈন্তাপুর বিওপি'র আরেকটি টহলদল জৈন্তাপুর সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় ৩টি ভারতীয় গরু ও ১টি অটোরিকশা জব্দ করে। জব্দকৃত গরু ও অটোরিকশার আনুমানিক সিজারমূল্য ৩ লক্ষ টাকা।
দুটি অভিযানে জব্দকৃত পণ্যের সর্বমোট সিজারমূল্য ৭ লক্ষ ৭৮ হাজার টাকা।
এ বিষয়ে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।