Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হুমায়ুন চত্বর থেকে ৪ ছিনতাইকারী গ্রেফতার

admin

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩ | ০৩:৫৪ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ | ০৩:৫৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
হুমায়ুন চত্বর থেকে ৪ ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে ৪ জনকে গ্রেফতার করেছে থানাপুলিশ। রবিবার দিবাগত (৩ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

চার ছিনতাইকারী হলেন- সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সিকান্দরপুর গ্রামের মৃত ছোয়াব উল্লাহর ছেলে ইমন আহমদ (২৬), জগন্নাথপুর উপজেলার শিদরপাশা গ্রামের মো. শাহনূর মিয়ার ছেলে সিকদাউর রহমান ওরফে সুমন মিয়া ওরফে রুপন (২৫), সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে কামাল মিয়া (৩২) ও কুমিল্লা জেলার বরুড়া থানার নলুয়া গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মো. এনামুল হক (২৬)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চাকু জব্দ করে পুলিশ।

পরে তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করে পুলিশ।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)-এর বরাত দিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস এসব তথ্য জানিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!