স্টাফ রিপোর্টার :
বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহতের খবর পাওয়া গেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দরগাহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আদমদিঘি উপজেলার ইন্দইল গ্রামের রতনের স্ত্রী আইনুন নাহার আশা (৩৭) ও তার মেয়ে আরাত (৬)। তাছাড়া দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক আহত হয়েছেন। আহত অটোরিকশাচালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, আইনুন নাহার আশা মেয়েকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন। পথে দরগাহাটে ভান্ডার ফ্যাক্টরির সামনে অজ্ঞাত একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আইনুন নাহার নিহত হন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা গুরুতর আহত আরাত ও চালককে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরাতকে মৃত ঘোষণা করেন।
কাহালু থানার ওসি নিতাই চন্দ্র সরকার জানান, অটোরিকশায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। তারা সর্ম্পকে মা-মেয়ে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।