স্টাফ রিপোর্টার:
সিলেটে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ৮ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের বড়ফৌদ এলাকায় এ চেকপোস্ট বসায় জালালাবাদ থানাপুলিশ।
আটককৃতদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) জানিয়েছে।
এসএমপি সূত্র জানায়, সোমবার বেলা দেড়টার জালালাবাদ থানার এসআই রাজিত রায়ের নেতৃত্বে বড়ফৌদ এলাকায় চেকপোস্ট বসিয়ে সিএনজিচালিত একটি অনটেস্ট (নাম্বার প্লেটবিহীন) অটোরিকশা আটক করা হয়। এসময় অটোরিকশা থেকে চারব্যক্তিকে আটক ও ১ লাখ ৫২ হাজার ৪৬০ টাকা মূল্যের ভারতীয় চকলেট জব্দ করা হয়। চোরাচালানে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভিতরগুল গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে ইসমাইল আলী (৩০), একই গ্রামের মনির উদ্দিনের ছেলে তিতাস রহমান (২০), একই উপজেলার দমদমা হাওড় এলাকার মৃত আবদুর রহমানের ছেলে নোমান মিয়া (৪১), বগাইয়াহাওড় গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে জামাল মিয়া (৩৫)।
এদিকে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বড়ফৌদ এলাকায় চেকপোস্ট পরিচালনা করে শিবেরবাজার ফাঁড়ি। ফাঁড়ির ইনচার্জ এসআই মুশফিকুর রহমানের নেতৃত্বে অভিযানে একটি হাইয়েস গাড়িসহ ৪ জনকে আটক করা হয়। হাইয়েস মাইক্রোবাস থেকে উদ্ধার করা হয় ভারতীয় চকলেট ও মদ। উদ্ধারকৃত ভারতীয় পণ্যের বাজার মূল্য ১১ লাখ ৭৭ হাজার ৩২০ টাকা।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের মাসুক মিয়ার ছেলে ইমরান আহমদ (২৫), নরসিংদী জেলার মাধবদী থানার ছোট মাধবদী গ্রামের মোস্তাব আলী মুনের ছেলে মারুফ আহমদ (২৩), একই থানার বালুসাইর গ্রামের ইউসুফ আলীর ছেলে ফাহিম হোসেন তানভীর (২১) ও কান্দাপাড়া গ্রামের রুমান মিয়ার ছেলে নাদিম হোসেন (২৭)।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।