Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে চোখ রাঙাচ্ছে বন্যা, বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা কুশিয়ারা

admin

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ০১:১৪ অপরাহ্ণ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ০১:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে চোখ রাঙাচ্ছে বন্যা, বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা কুশিয়ারা

স্টাফ রিপোর্টার:
উজানে ভারতের পাহাড়ী অঞ্চলে ভারি বর্ষন ও সিলেটে টানা বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতোমধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে। জেলার বাকি সকল নদীর পানিও বাড়ছে। উজানে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকলে সিলেটের সুরমা কুশিয়ারা তীরবর্তী ও নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট অফিস জানায়, মঙ্গলবার সকাল ৯টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ও কুশিয়ারার পানি আমলসীদ পয়েন্টে ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

মঙ্গলবার সকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেটের সবকটি নদীর পানি বেশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সুরমার পানি কানাইঘাট পয়েন্টে ৮২ সেন্টিমিটার, সিলেট পয়েন্টে ৩৩ সেন্টিমিটার, কুশিয়ারার পানি আমলসীদে ৬৮ সেন্টিমিটার, শেওলায় ৫১ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে ২১ সেন্টিমিটার, শেরপুরে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

সিলেটের প্রধানতম নদী সুরমা ও কুশিয়ারায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ২০২২ ও ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্থ নদীর প্রতিরক্ষা বাঁধ এখনো অনেক স্থানে যথাযথভাবে মেরামত হয়নি। বৃষ্টিপাত ও পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বাঁধের এসব অংশ ভেঙে বন্যার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট এলাকার লোকজন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!