Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

তিন মাসে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ

admin

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:০৩ অপরাহ্ণ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
তিন মাসে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ

স্টাফ রিপোর্টার:
ধীর গতিতে চলছে সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনের কাজ। এখনো মহাসড়কের সিলেট অংশের জমি অধিগ্রহণ শেষ হয়নি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে মহাসড়কের কাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম তিন মাসের মধ্যে মহাসড়কের সিলেট অংশের জমি অধিগ্রহণ সম্পন্নের আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন জেলা প্রশাসক।

তিনি আরও বলেন, ‘জমি অধিগ্রহণ নিয়ে জটিলতার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের কাজ বিলম্বিত হচ্ছে। সম্প্রতি উর্ধ্বতন কর্মকর্তারা সিলেট এসেছিলেন। আমরা তাদের সঙ্গে বৈঠক করেছি। আশা করছি আগামী ২-৩ মাসের মধ্যে সিলেট অংশের অধিগ্রহণ কাজ শেষ হবে। ইতোমধ্যে বিদ্যুৎ, গ্যাসলাইনসহ ইউটিলিটি স্থানান্তরের কাজ শেষ হয়েছে।’

প্রকল্প সূত্রে জানা গেছে, ২০৯ কিলোমিটার দৈর্ঘ্যের এ মহাসড়কের জন্য ভূমি অধিগ্রহণের প্রয়োজন ৮২৯ দশমিক ৮৩ একর। কিন্তু এখন পর্যন্ত অধিগ্রহণ সম্পন্ন হয়েছে মাত্র ১৫ শতাংশ, বাকি রয়েছে ৮৫ শতাংশ। প্রকল্পটির কাজ শুরু হয়েছিল ২০২১ সালে এবং শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালে। ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর-৬ লেন সড়ক উন্নয়ন প্রকল্প’ নামে এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭ হাজার কোটি টাকা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!