Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের গোলাপগঞ্জ স্ত্রীর সাথে অভিমান করে নিজের প্রাণ নিলেন সোহেল

admin

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ০৫:৩৪ অপরাহ্ণ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ০৫:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের গোলাপগঞ্জ স্ত্রীর সাথে অভিমান করে নিজের প্রাণ নিলেন সোহেল

গোলাপগঞ্জ সংবাদদাতা:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নে স্ত্রীর সাথে অভিমান করে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহত ওই ব্যক্তি সোহেল আহমদ (৪৬)। তিনি গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নোয়াই দক্ষিণভাগ এলাকার চৌধুরী পাড়ার মরহুম মজম্মিল আলীর ছেলে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ খবর পেয়ে সোহেলের ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

গোলাপগঞ্জ মডেল থানার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ওসি মো. মনিরুজ্জামান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, দীর্ঘদিন থেকে সোহেলের স্ত্রীর সাথে মনমালিন্যতা চলছিল। এরই জের ধরে স্ত্রীর সাথে রাগ করে মঙ্গলবার রাত্রে যেকোনো এক সময় তিনি নিজ বসত ঘরে রশি দিয়ে নিজের গলায় ফাস দেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় চেয়ারম্যান থানাপুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!