Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে শিশু ধর্ষণের ঘটনা নিয়ে অপপ্রচার, যে আহ্বান জানাল ‍পুলিশ

admin

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:২৫ অপরাহ্ণ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে শিশু ধর্ষণের ঘটনা নিয়ে অপপ্রচার, যে আহ্বান জানাল ‍পুলিশ

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজরে শিশু ধর্ষণের ঘটনায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারে বিভ্রন্ত না হয়ে সহযোগীতার আহ্বান জানিয়েছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও এএসপি (ডিএসবি) মো. সম্রাট তালুকদার এ আহ্বান জানান।

তিনি জানান, গত ১২ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে বিয়ানীবাজার থানার লাউতা ইউনিয়নে কালিবাড়িবাজারের বাবু টেইলার্সের ভেতরে ১২ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে তার পিতা ১৯ সেপ্টেম্বর নারী নির্যাতন দমন আইনে বিয়ানীবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে অভিযুক্ত করা হয় লাউতা ইউনিয়নের বাসিন্দা এবং কালিবাড়িবাজার এলাকায় দীর্ঘদিন ধরে একটি টেইলার্সের দোকান পরিচালক নবদ্বীপ বৈদ্য (৫৫)। এরপর ভিকটিমের জবানবন্দী আদালতে রেকর্ড করা হয়েছে।

তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল ব্যাপক অপপ্রচার চালাচ্ছে। তাদের এসব অপপ্রচারে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারেন।

তবে এএসপি সম্রাট তালুকদারের আহ্বান, এসব অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না। পুলিশ এ ব্যাপারে যথেষ্ট তৎপর রয়েছে। মামলা দায়েরের পর থেকেই অভিযান চলছে। তিনি অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে বরং অভিযুক্তকে আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে সার্বিক সহযোগীতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

সূত্র জানায়, বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে একটি মহল নানা অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে। পুলিশ আসামী গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!