Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৭৫ ফিলিস্তিনি

admin

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৪৬ পূর্বাহ্ণ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৪৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৭৫ ফিলিস্তিনি

স্টাফ রিপোর্টার:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ২৮৩ জনে।

রোববার (২১ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে চারজনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। একই সময়ে হামলায় আহত হয়েছেন আরও ৩০৪ জন, যার ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৫৭৫ জনে। মন্ত্রণালয় আরও জানায়, বহু ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন এবং উদ্ধারকারী দল তাদের কাছে পৌঁছাতে পারছে না।

ইসরায়েলি সেনাদের গুলিতে মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টাকালে আরও পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ২৪ জন আহত হয়েছেন। এ ধরনের ঘটনায় মোট নিহতের সংখ্যা ২ হাজার ৫২৩ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় ক্ষুধা ও অপুষ্টিতে শিশুসহ আরও চারজনের মৃত্যু হয়েছে, যা ক্ষুধাজনিত কারণে মোট মৃতের সংখ্যাকে ৪৪০-এ নিয়ে এসেছে। এর মধ্যে ১৪৭ জন শিশু। গত মাসে আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করার পর থেকে এ পর্যন্ত ১৬২ জনের মৃত্যু হয়েছে।

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গত ১৮ মার্চ থেকে ইসরায়েলি সেনারা গাজায় নতুন করে হামলা শুরু করে। এই সময়ে ১২ হাজার ৭২৪ জন নিহত এবং ৫৪ হাজার ৫৩৪ জন আহত হয়েছেন।

জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় বেশ কয়েকবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!