বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক উদ্ধার করেছে বিজিবি। রোববার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল চৌমুহনী এলাকা থেকে বন্দুকটি উদ্ধার করা হয়। সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানায়।
বিজিবি সূত্র জানায়, রোববার রাতে বিয়ানীবাজার-৫২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন নিউ পাল্লাথল বিওপির একটি টহল দল দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল চৌমুহনী এলাকায় টহল দিচ্ছিল। এ সময় বিজিবি সদস্যরা একটি একনলা বন্দুক পড়ে থাকতে দেখেন। পরে তারা সেটি উদ্ধার করেন।
বিয়ানীবাজার-৫২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, উদ্ধারকৃত বন্দুকটি বিজিবির হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।