স্পোর্টস ডেস্ক:
ব্যালন ডি'অর অনুষ্ঠানের রাতে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) মাঠে নামতে হয়েছে, যার কারণে ফরাসি চ্যাম্পিয়নরা অনুষ্ঠানে পুরোপুরি উপস্থিত হতে পারেননি। তবে বিশেষ এই রাতটি পিএসজির জন্য মাঠের লড়াইয়ে ভালো কাটেনি। লিগ ওয়ানের ম্যাচে তারা হেরে গেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে লিগ ওয়ানের ম্যাচে পিএসজি মার্সেইয়ের সঙ্গে ১-০ গোলে হেরে যায়। একই রাতেই ক্লাবটি ব্যালন ডি'অর অনুষ্ঠানে ‘বর্ষসেরা ক্লাব’ হিসেবে স্বীকৃতি পায়।
২০২৪-২৫ মৌসুমে লুইস এনরিকের নেতৃত্বে পিএসজি অপ্রতিরোধ্য ছিল; লিগ ওয়ান ও লিগ কাপ জেতার পাশাপাশি ক্লাব ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিও তারা উঁচিয়ে ধরে। ফলে ট্রেবল জেতা ক্লাব হিসেবে তারা গত মৌসুমের সেরা ক্লাবের পুরস্কার লাভ করে।
মৌসুমের এই গুরুত্বপূর্ণ রাতে বৈরি আবহাওয়ার কারণে ম্যাচটি একদিন পিছিয়ে আনা হয়েছিল। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটে মার্সেইয়ের হয়ে গোল করেন নায়েফ আগুয়ার্ড। এ গোলই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান হিসেবে থাকে। পুরো ম্যাচে পিএসজি আধিপত্য দেখালেও ১২টি শট নিলে কোনো গোল করতে পারেননি রামোস ও হাকিমি। শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়ে তারা।
এই হারের ফলে লিগ ওয়ানে টেবিলের শীর্ষে ওঠেনি পিএসজি। পাঁচ রাউন্ড শেষে চারটি ক্লাবের পয়েন্ট ১২। গোল ব্যবধানে এগিয়ে থাকায় মোনাকো শীর্ষে আছে। দুইয়ে অবস্থান করছে পিএসজি, তিন ও চারে যথাক্রমে লিওঁ এবং স্ট্রাসবার্গ।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।