
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে ১৬ লাখ ৮ হাজার টাকার ভারতীয় জিরাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শাহপরাণ থানার এসআই (নিঃ) মাহবুবুর রহমান চকদার সঙ্গীয় ফোর্সসহ মুরাদপুর এলাকার অভিযান চালান। এসময় একটি কাভার্ড ভ্যান থেকে ৬৭ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, কাভার্ড ভ্যান চালক জাকারিয়া আহমেদ (২৮), পিতা কামাল হোসেন পাকি, হেমু উত্তর শ্যামপুর, হরিপুর, থানা জৈন্তাপুর, জেলা সিলেট।
পুলিশ জানায়, জব্দ করা ৬৭ বস্তা জিরার প্রতিটি বস্তার ওজন ৩০ কেজি করে মোট ২ হাজার ১০ কেজি। প্রতিকেজি বাজারমূল্য ৮০০ টাকা হিসাবে এর মোট দাম দাঁড়ায় ১৬ লাখ ৮ হাজার টাকা।
ঘটনার বিষয়ে শাহপরাণ (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং-২০, তাং-২৪/০৯/২০২৫) দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম, যিনি সম্প্রতি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন।
এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার