Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘জনগণের নির্বাচন–ভাবনা’ শীর্ষক জরিপ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস

admin

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১১:১২ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১১:১২ পূর্বাহ্ণ

ফলো করুন-
‘জনগণের নির্বাচন–ভাবনা’ শীর্ষক জরিপ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস

স্টাফ রিপোর্টার:
সম্প্রতি ‘জনগণের ‘নির্বাচন–ভাবনা’ শীর্ষক জরিপের দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের ফলাফল প্রকাশিত হয়েছে। বিষয়টি আলোচনায় আসার পর এবার তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ প্রসঙ্গে তিনি বলেছেন, কোন জরিপ কোন প্রতিষ্ঠান থেকে কীভাবে হয় এবং এগুলোর পেছনে কোনো উদ্দেশ্য আছে কি না, সেটিও বিবেচ্য বিষয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে এনসিপির সিলেট জেলা ও মহানগরের আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জরিপের ফলাফল নিয়ে সারজিস আলমকে প্রশ্ন করা হলে জরিপের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আমরা মানুষের কাছে যাচ্ছি; মানুষ আশা দিচ্ছে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার ছবি নিয়ে আসলেও থুথু দেবে। আওয়ামী লীগ ও দোসররা গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।

এর আগে বুধবার রাজধানীতে ‘জনগণের নির্বাচন–ভাবনা’ শীর্ষক জরিপের দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের ফলাফল প্রকাশ করা হয়। জরিপটি পরিচালনা করেছে পরামর্শক প্রতিষ্ঠান ‘ইনোভিশন কনসাল্টিং’। সহযোগিতা করেছে নাগরিক প্ল্যাটফর্ম ‘ভয়েস ফর রিফর্ম’ ও ‘বিআরএআইএন’।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪ হাজার ৭২১ জন উত্তরদাতা ভোট দেওয়ার ক্ষেত্রে নিজেদের পছন্দের দলের কথা প্রকাশ করেছেন।

এতে দেখা গেছে, ভোট দেওয়ার ক্ষেত্রে ৪১ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতার পছন্দের দল বিএনপি। জামায়াতে ইসলামীকে পছন্দ করেছেন ৩০ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা। আর জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) পছন্দ করেছেন ৪ দশমিক ১০ শতাংশ উত্তরদাতা। নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে ১৮ দশমিক ৮ শতাংশ উত্তরদাতার পছন্দ কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ। চলতি বছরের মার্চের চেয়ে সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগের পক্ষে ভোট দিতে চাওয়া ব্যক্তিদের হার বেড়েছে প্রায় ৫ শতাংশ।

জরিপটি প্রকাশের পর বুধবার রাতে এনসিপির সিলেট জেলা ও মহানগর আয়োজিত সিলেটের একটি হোটেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে সারজিস আলমকে প্রশ্ন করা হলে জবাবে তিনি এসব কথা বলেন।

গণঅধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার চলমান আলোচনা ইতিবাচক বলে জানিয়ে সারজিস বলেন, আগামীতে নির্বাচন বা যেকোনো বিষয়ে সক্রিয় থাকতে আমাদের সমমনা দলগুলোর আমাদের একত্রিত হওয়া খুব বেশি প্রয়োজন।

এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের সদিচ্ছার অভাব রয়েছে।

তাছাড়া যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় সরকারের সমালোচনা করে সারজিস আলম বলেন, এ ঘটনা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। এ বিষয়ে সরকারকে কোনো পদক্ষেপ নিতে দেখিনি, যা সরকারের দুর্বলতা প্রকাশ করেছে। যারা প্রতিনিধিদের বিব্রত অবস্থায় ফেলেছিলেন তাদের বিচারের মুখোমুখি করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপি সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!