ক্রীড়া প্রতিবেদক :
ভারতের বিপক্ষে চারটি পরিবর্তন এনেছিল বাংলাদেশ। লিটন দাস চোটে পড়েছিলেন। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও শেখ মাহেদী হাসানকে দেওয়া হয়েছিল বিশ্রাম। আজ ২৪ ঘণ্টার মাঝে আবারও কুড়ি কুড়ির লড়াইয়ে নামবে টাইগাররা। এবার বাঁচা-মরার ম্যাচ।
পাকিস্তানের বিপক্ষে লিটন ব্রিগেডের সমীকরণ সোজা—হারাতে পারলে টিকবে আশা, হারলে বিদায়। এমন কঠিন সমীকরণের সামনে দল গঠনে বড় সমস্যায় পড়বে টাইগার টিম ম্যানেজমেন্ট। চোট, ব্যর্থতা এবং কম্বিনেশন—সব কিছুর বিচারে দলে আসতে পারে কয়েকটি পরিবর্তন।
ভারতের বিপক্ষে দলে আসা তানজিম হাসান ভালো করতে পারেননি। পারভেজ হোসেন ইমন রেখেছিলেন প্রভাব। ওপেনিংয়ে যে সমস্যা চলছে তা ইমন ও সাইফকে দিয়ে কাটিয়ে উঠতে চাইতে পারে বাংলাদেশ। তিন নম্বরের সমস্যা কেটে যাবে লিটন ফিট হয়ে ফিরলে।
টাইগার অধিনায়ক ভারতের বিপক্ষে ছিলেন না। আজও শঙ্কা আছে, তবে খেলার সম্ভাবনা প্রবল। লিটন না খেললে সেক্ষেত্রে বিকল্প ভাববে দল। মিডল অর্ডারের হতশ্রী দশা কাটাতে বদল আসতে পারে কয়েকটি। শামিম হোসেনের জায়গায় আসতে পারেন নুরুল হাসান সোহান। কিপিংয়ে ভারতের বিপক্ষে চাপে থাকা জাকেরকে হয়ত সোহানের মাধ্যমে বদল করা হবে।
বোলিংয়েও বদল আসতে পারে। একাদশে তাসকিন আহমেদ ঢুকতে পারেন। মোস্তাফিজুর রহমানের সঙ্গী হতে পারেন তানজিম হাসান সাকিবও। অলরাউন্ডার হিসেবে দলে থাকতে পারেন রিশাদ। স্পিনার হিসেবে জায়গা পেতে পারেন শেখ মাহেদী ও নাসুম আহমেদ।
তবে সেরা দল নিয়েই নামার কথা বলেছেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী, ‘যখন শ্রীলঙ্কার বিপক্ষে হারলাম, তখনও বলেছিলাম এখনও চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আছি। কালকের ম্যাচ ওদের (পাকিস্তান) জন্য, আমাদের জন্যও তা। আমরা ওইরকম সাহস নিয়েই খেলব ইনশাআল্লাহ। ফাইনালে ওঠার জন্য, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব।’
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামিম হোসেন পাটোয়ারী/নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন/নাসুম আহমেদ, শেখ মেহেদী, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।