
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীতে বিদ্যুতের খুঁটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নগরীর জিতু মিয়ার পয়েন্টে একটি বিদ্যুতের খুঁটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
সিলেট ফায়ারসার্ভিস সূত্র জানায়, বিদ্যুতের খুঁটিতে অগ্নিকান্ডের খবর পেয়ে তাদের একটি ঘটনাস্থলে যায়। আগুনে প্রায় ২০ হাজার ক্ষয়ক্ষতি হয়েছে ধারণা করা হচ্ছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার