
স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় প্রেমে বাধা সৃষ্টি করে এক যুবকের কাছে চাঁদা দাবি এবং পরে অপহরণের ঘটনা ঘটেছে। তাৎক্ষনিকভাবে পুলিশি অভিযানে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং এসময় দুই অপহরণকারীকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ থানাধীন হাইটেক পার্ক ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার গৌরিনগট এলাকার আ. কাদেরের ছেলে মোঃ জুবায়ের হোসেন (২৫) এবং একই উপজেলার লোভাহাওর এলাকার ওহাব আলীর ছেলে জয়নুদ্দিন ওরফে জয়নুল (৪২)।
জানা যায়, শাহেদ আহমদ (১৯) নামে এক যুবক তাঁর প্রেমিকাকে নিয়ে হাইটেক পার্কের ব্রিজে ঘুরতে গেলে, দুই ব্যক্তি তাঁর গতিরোধ করে চাঁদা দাবি করে। শাহেদ চাঁদা দিতে অস্বীকার করলে, তাঁকে একটি সিএনজি চালিত অটোরিকশায় জোরপূর্বক তুলে অপহরণ করে ভোলাগঞ্জের দিকে রওনা দেয় অপহরণকারীরা। এসয় রাস্তায় কোম্পানীগঞ্জ উপজেলার সামনে পুলিশের চেকপোস্টে পৌঁছালে শাহেদ চিৎকার করে ‘বাঁচাও বাঁচাও’ বলে সাহায্য চাইলে, চেকপোস্টে দায়িত্বে থাকা এএসআই আব্দুল হামিদ ঘটনাটি বুঝে ফেলেন। তিনি সঙ্গে থাকা ফোর্সসহ তৎপর হয়ে অপহরণকারীদের সিএনজি চালিত অটোরিকশাটি লাচুখাল ব্রিজের সামনে থামিয়ে দেন। সেখান থেকেই ভিকটিম শাহেদকে উদ্ধার করা হয় এবং অপহরণকারীদের আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, ‘কোম্পানীগঞ্জ থানাধীন হাইটেক পার্ক ব্রিজ এলাকা থেকে পুলিশি অভিযানে অপহৃত এক ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং এসময় দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। অপহরণকারীদের বৃহস্পতিবার দুপুরে আদালতে তোলা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করা করেন।’
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার