দোহার নবাবগঞ্জ (ঢাকা)সংবাদদাতা :
ঢাকার দোহারে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্নহত্যার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় দোহারের বিলাসপুরের কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জয়গনের ছোট ভাই মো. সেলিম বেপারী জানান, পারিবারিক কলহের জেরে তার বোনের স্বামী আয়ুব আলী কথাকাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে পেটে ও হাতে ছুড়িকাঘাত করে। পরে জয়গনের স্বজনরা গুরুতর অবস্থায় তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে জয়গনের স্বামী এ ঘটনার পরে নিজেই নিজের ওপর ছুরিকাঘাত ও বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে তাকে ঢাকায় পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।
ওসি হাসান আলী বলেন, ‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। স্ত্রী নিহত হওয়ার কয়েকঘণ্টা পরে স্বামী আয়ুব আলীরও মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।