
স্টাফ রিপোর্টার:
আজ মহাষষ্ঠী। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো। মহালয়ার পর থেকেই পূজার আমেজ ছড়িয়ে পড়ে চারদিকে।
আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪৩ মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথি ছিলো, দুর্গার ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা। সন্ধ্যাবেলা দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে।
সারাদেশে মন্দিরে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ইতোমধ্যে সমস্ত পূজা মণ্ডপে প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। উৎসবকে কেন্দ্র করে ভক্ত ও কারিগররা সারাদেশের মন্দির ও প্যান্ডেল সাজানোর কাজে ব্যস্ত।
দুর্গাপূজা উপলক্ষে ভক্তদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে এবং ইতোমধ্যে সারাদেশের পূজা মণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ষষ্ঠী উপলক্ষে দেবী দুর্গার ‘বোধন’ দিয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসব শুরু হবে। বৃহস্পতিবার (০২ অক্টোবর) সারাদেশে নিকটবর্তী নদী ও জলাশয়ে দেবী দূর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবটি শেষ হবে।
পুলিশ সদর দফতরের পক্ষ থেকে ফেসবুক, ইউটিউব, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে গুজব ছড়ানোর সঙ্গে যারা জড়িত তাদের বিষয়ে হিন্দু সম্প্রদায়কে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার