স্টাফ রিপোর্টার:
সিলেটে দিনদুপুরে সাদা পাথর পাচারকালে একটি ট্রাক আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। পাথরের ডাস্টের নিচে লুকিয়ে এই পাথর পাচার করা হচ্ছিলো।
আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার থানা বাজার এলাকা থেকে হাইড্রোলিক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ২৪-৩৬১৭) আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, চেকপোস্ট করাকালে একটি হাইড্রোলিক ট্রাককে থামানোর জন্য সংকেত দেয়া হয়। পরে ট্রাকটিতে তল্লাসী চালিয়ে দেখা যায় পাথরের ডাস্টের নিচে লুকিয়ে কৌশলে সাদা পাথর নিয়ে যাওয়া হচ্ছিলো।
তিনি জানান, এসময় চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। পাথরসহ ট্রাকটি জব্দ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।