
স্টাফ রিপোর্টার:
সিলেট সীমান্ত দিয়ে চোরাচালানে যুক্ত হয়েছে ভেড়া ও ছাগল। এতোদিন বিজিবির অভিযানে ভারত থেকে আসা গরু ও মহিষ আটক হলেও এবার মিলেছে ভেড়া ও ছাগল। রবিবার সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় পশু ও পণ্য জব্দ করেছে বিজিবি।
বিজিবি জানায়, রবিবার ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন নোয়াকোট, সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, কালাইরাগ, বাংলাবাজার, প্রতাপপুর, সোনালীচেলা ও উৎমা সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালায়। এ সময় বিপুল পরিমান ভারতীয় গরু, মহিষ, ছাগল, ভেড়া, স্মার্ট ফোনের ডিসপ্লে, মদ, চিনি, পিয়াজ, জিলেট বেøড, অলিভ ওয়েল, জিরা, ফুচকা, অরিও বিস্কুট, সাবান ও শ্যাম্পু জব্দ করে। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে জব্দ করা হয় টি-শার্ট, ট্রাউজার, লেডিস সোয়েটার ও শিং মাছ।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানিয়েছেন, জব্দকৃত পশু ও পণ্যের মূল্য ২ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ৬৫০ টাকা।
এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার