ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা:
শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আগুনে পুড়ে ভাই বোনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার আশ্রাফ বেপারী কান্দি গ্রামে এ আগুনে আরেক বোন দগ্ধ হয়েছে।
নিহত সামিয়া (১২) ও আরাফাত (৭) ওই গ্রামের মনসুর ঢালীর সন্তান।
১৩ বছর বয়সী দগ্ধ মিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছে।
সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার জানান, রাত ১০টার দিকে ওই ঘরে ঘুমিয়েছিল তিন ভাইবোন। এ সময় ঘরে আগুন লাগলে তারা মারাত্মকভাবে দগ্ধ হয়। ওই সময় তাদের মা পাশের ঘরে নামাজ পড়ছিল।
তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত ও সামিয়ার মৃত্যু হয়। মিমের অবস্থাও আশঙ্কাজনক।
বৈদ্যুতিক শর্টসার্কিটের থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ওসি আসাদুজ্জামান।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।