
স্টাফ রিপোর্টার:
সিলেটের ওসমানীনগর থানাধীন পশ্চিম পৈলানপুর ইউনিয়নের বল্লভপুর এলাকায় বিদ্যুৎপৃষ্টে মানিক মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মুক্তারপুর তিলাপাড়া তোতা মিয়ার বাড়ির সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মানিক মিয়া বাড়ির সামনে বাঁশ কাটার সময় বিদ্যুতের তারের স্পর্শে আসলে আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া বলেছেন, বিষয়টি জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার