Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে বসতঘরে বজ্রপা‌ত, প্রাণ গেল স্বামী-স্ত্রীর

admin

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫ | ১২:১৫ অপরাহ্ণ | আপডেট: ০১ অক্টোবর ২০২৫ | ১২:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
কুড়িগ্রামে বসতঘরে বজ্রপা‌ত, প্রাণ গেল স্বামী-স্ত্রীর

উলিপুর (কু‌ড়িগ্রাম) সংবাদদাতা :
কুড়িগ্রামের উলিপুরে বজ্রপা‌তে স্বামী-স্ত্রীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। মঙ্গলবার (৩০ সে‌প্টেম্বর) রাত ৮টার‌ দি‌কে উপ‌জেলার সীমান্তবর্তী দুর্গম সা‌হে‌বের আলগা ইউনিয়‌নের সা‌হে‌বের আলগা চ‌রে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) এবং তার স্ত্রী রুবি বেগম (৩৫)।

ওই ইউনিয়নের চেয়ারম্যান মোজাফফর হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যা থে‌কে হঠাৎ বাতাস এবং বৃ‌ষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এ সময় জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী রুবি বেগম এক ঘরে অবস্থান করছিলেন। পাশের ঘরে তাদের তিন সন্তান ছিল। রাত ৮টার দি‌কে হঠাৎ করে বজ্রপাত হয় জাহাঙ্গীরের টিনের ঘরে। এ সময় ঘটনাস্থলে স্বামী- স্ত্রী দুজ‌নের মৃত্যু হয়। তবে তা‌দের সন্তান‌দের কো‌নো ক্ষ‌তি হয়‌নি। নিহত দম্পতির চার সন্তানের মধ্যে একটি মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট ছোট সন্তানগু‌লো এতিম হ‌য়ে গেল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পুলিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!