Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

admin

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫ | ১২:৩০ অপরাহ্ণ | আপডেট: ০১ অক্টোবর ২০২৫ | ১২:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

খুলনা অফিস :
খুলনার দৌলতপুরে ঘুমন্ত অবস্থায় তানভীর হোসেন শুভ (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (১ অক্টোবর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপড়া বাজার মসজিদ সংলগ্ন নিজ বাসার জানালার ফাঁক দিয়ে তাকে গুলি করা হয়।

নিহত তানভীর একই এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে বাসার জানালার ফাঁক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার কারণ জানতে কাজ করছে পুলিশ।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!