বিনোদন ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সবচেয়ে উত্তেজনাপূর্ণ অঙ্গনে পরিণত হয়েছে ঢাকা বিভাগ। একসময় ধারণা করা হচ্ছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক পদে নির্বাচিত হয়ে যাবেন জাতীয় দলের সাবেক দুই তারকা ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল সমীকরণ।
আপিলে টিকে গেছেন তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। ফলে ভোটযুদ্ধ এড়াতে পারছেন না বুলবুল ও ফাহিম, এখন লড়াই করেই বোর্ডে জায়গা করে নিতে হবে তাদের।
গঠনতন্ত্র অনুযায়ী ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হবেন দুজন পরিচালক। সেই দুই আসনের জন্য এখন ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে সরকারের সমর্থনপুষ্ট প্যানেলের সম্ভাব্য সভাপতি প্রার্থী বুলবুল, হাই প্রোফাইল ফাহিম এবং রেদুয়ানের মধ্যে। ফলে শেষ পর্যন্ত কারা নির্বাচিত হন, সেটিই এখন সবচেয়ে বড় কৌতূহল।
উল্লেখ্য, সমর্থনকারী কাউন্সিলরের স্বাক্ষরে অসঙ্গতি থাকায় প্রথমে রেদুয়ানের মনোনয়ন বাতিল করেছিল নির্বাচন কমিশন। তবে সোমবার আপিলের পর মঙ্গলবার শুনানিতে বৈধ ঘোষণা করা হয় তার প্রার্থিতা। ফলে ভোটার নম্বর ১৬ হিসেবে তিনি এখন আনুষ্ঠানিক প্রার্থী। একইভাবে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার হাসিবুল আলমও আপিলে বৈধতা ফিরে পেয়েছেন।
অন্যদিকে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার মেহেদি হাসান পুলক, রংপুরের হাসানুজ্জামান ও চাঁদপুরের শওকত হোসেনের প্রার্থিতা বাতিল বহাল রেখেছে নির্বাচন কমিশন। প্রতিদ্বন্দ্বীদের আপত্তি টিকেই তাদের মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল হয়।
সব মিলিয়ে, ঢাকা বিভাগে নির্বাচন ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। যেখানে বুলবুল-ফাহিমের একক আধিপত্যের আশা ভেস্তে দিয়ে রেদুয়ানের বৈধতা লড়াইটাকে করে তুলেছে জমজমাট। এখন নজর সেদিকেই—ভোটের বৈতরণী পেরিয়ে শেষ পর্যন্ত কারা জায়গা করে নেন বিসিবির নতুন বোর্ডে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।