Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইমামের

admin

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫ | ০৬:১৬ অপরাহ্ণ | আপডেট: ০১ অক্টোবর ২০২৫ | ০৬:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
জুড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইমামের

জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে মোটরসাইকেল ও বাইসাইকেলে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। মোটরসাইকেল আরোহী ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি বুধবার বিকাল ৪টায় জুড়ী-ফুলতলা সড়কের বিশ্বনাথপুরে ঘটেছে।

নিহত হাফিজ ইছমাইল হোসেন (২৩) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার নাছির মিয়ার পুত্র। তিনি জুড়ী উপজেলার মধ্য ভোগতেরা জামে মসজিদের ছানি ইমাম ও জামেয়া ইসলামিয়া জুড়ী ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়- ৩ জন আরোহী মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। অকুস্থলে পার্শ্ব রাস্তা থেকে বাইসাইকেল চালিয়ে এসে মুল রাস্তায় উঠছিলেন ইছমাইল। তখন মোটরসাইকেলের সাথে সজোরে ধাক্কা খেলে সকলেই রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে ইছমাইলকে মৃত ঘোষণা করেন। তবে মোটরসাইকেল আরোহীরা প্রাথমিক চিকিৎসা নেয়।

জুড়ী উপজেলা স্বাস্খ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রিফাতুল ইসলাম জানান- ইছমাইলকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্যরা চিকিৎসা নিয়ে চলে যায়।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!