Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে পুলিশের জালে ৩ জন

admin

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫ | ১২:৫২ অপরাহ্ণ | আপডেট: ০২ অক্টোবর ২০২৫ | ১২:৫২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে পুলিশের জালে ৩ জন

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর শাহপরান (রহ.) থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪৪ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়েছে। এর বাজারমূল্য প্রায় তিন লাখ ছাপ্পান্ন হাজার টাকা। অভিযানে তিনটি পিকআপভ্যানসহ তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (১ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে অফিসার ইনচার্জ, শাহপরান (রহ.) থানা এর নেতৃত্বে এসআই (নিঃ) সৈয়দ ফখরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স টিলাগড় পয়েন্টে বনফুল অ্যান্ড কোং এর সামনে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন নেভি ব্লু রঙের তিনটি ডিআই পিকআপ থামানোর সংকেত দিলে দুইটি পিকআপের চালক পালিয়ে যায়। তবে তিনটি পিকআপসহ তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃত যানবাহনগুলো হলো— সিলেট মেট্রো-ন-১১-২২৮১, সিলেট মেট্রো-ন-১১-২০০৮, ঢাকা মেট্রো-ন-১৫-৬০৩২।

এসব গাড়ি থেকে মোট ১৪৪ বস্তা ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়। যার ওজন ৭ হাজার ৯২০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা।

এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জব্দকৃত পণ্য ও আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!